আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নিউ টাউন শাখার উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলের ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো: মেহেদী হাসান সরকার।
বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য মো: নাজমুল হোসেন, ব্যবসায়ী মনির হোসেন সরদার, মইনীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন আহমেদ শাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য, মো: ইসরাফিল মিয়া, সালাউদ্দিন আহমদ, বিল্লাল হোসেন প্রধান ও ইউপি সচিব মো: ফিরোজ আহম্মেদ আজাদ।