শ্রীমঙ্গলে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৫০ জন মহিলা প্রশিক্ষনার্থীকে চেক ও সনদপত্র বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার।
প্রসঙ্গত: মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৫০ জন মহিলা প্রশিক্ষনার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকার চেক ও সনদপত্র দেয়া হয়। এরমধ্যে ২৫ জন বিউটিফিকেশন ও ২৫ জন ফ্যাশন ডিজাইনিং এর উপর ৩ মাসের প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করায় এই সনদপত্র ও চেক প্রদান করা হয়।