খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, শিশুরা তাদের নৈতিক শিক্ষা লাভ করে থাকে শিক্ষকদের কাছ থেকে। একটি শিশু শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহন করে মানুষের মত মানুষ হয়। এ জন্য সমাজ উন্নয়নে শিক্ষকদের ভুমিকা রয়েছে অনেক। মান সম্মত্ত শিক্ষার মাধ্যমে উন্নত বাংলাদেশের যোগ্য নাগরীক হিসাবে শিশুদেরকে গড়ে তুলতে হবে। শিশুদের টেকসই শিক্ষা পরিবর্তন ঘটাতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। জেলা প্রশাসক এ সময় শিক্ষকদের কাছে চাইল্ড ইনটেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম বিষয়ক ভাবনা তুলে ধরে শিক্ষকদের সুচিন্তিত মতামত প্রদানের আহবান জানান। তিনি গতকাল ১৪ জানুয়ারী বিকাল ৩ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশসনের আয়োজনে জনপ্রতিনিধি,শিক্ষক ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল আমিন নাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক সার্বিক শাহিনুজ্জামান (শাহিন),কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যাান নাছিমা আলম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নুর ই-আলম সিদ্দিকী, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, শিক্ষা অফিসার আবুল বাশার, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, রাজিব বাছাড়, শিক্ষক সমিতির সভাপতি শহিদ সরোয়ার, সাধারন সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নুর, মোঃ তকী ফয়সাল তাকুলদার, দেবাশীষ বসাক, শারমিন জাহান লুনা, নূরী তাসমিন উমি, ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, মোহাঃ হুমায়ুন কবির,আব্দুল্যাহ আল মামুন লাভলু,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কবি জিএম শামছুর রহমান সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশিল সমাজের লোকজন। এর আগে জেলা প্রশাসক চন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য ‘শিক্ষা নিবাস’ নামক ডরমিটরী উদ্ধোধন ও চাউল্ড ইনটেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। আমাদী ইউনিয়ন ভুমি অফিসের বিশেষ সেবা ক্যাম্প উদ্ধোধন করার পাশপাশি ঝেলা প্রশাসক কয়রা সদরের সুন্দরবন বালিকা বিদ্যালয়ের নব নির্মিত গেট ফিতা কেটে উদ্ধোধন করেন।