রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক ওই থানাধীন ৩২ নং ওয়ার্ড খোর্দ্দতামপাট সরদারপাড়া উচা ব্রিজের উপর হতে ২০০ পিস ইয়াবাসহ আসামি মো. আবু বক্কর সিদ্দিক (২৫),পিতা-মোঃ শুকুর আলী, ,সাং- খোর্দ্দতামপাট সরদারপাড়া,থানাঃ তাজহাট,রংপুর মহানগর, রংপুর-কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর সাথে অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়।
মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ সারাই দালাল হাটস্থ ৩ বোতল ফেন্সিডিলসহ আসামি মো. মাহামুদুল কবির @ রানা (৪৭),পিতা- মৃত আলহাজ আসাদ আলী@ ভুড়ি আসাদ,স্থায়ী : গ্রাম- হারাগাছ (সারাই দালালহাট),থানা- হারাগাছ, রংপুর -কে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ শাপলা চত্বর হইতে রেল ষ্টেশনগামী পাকা রাস্তার পাশে আকাশ সিনেমা হলের সামন থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আসামি মো. নওশাদ আলী (৩৫), পিতা- সামসুদ্দিন, সাং- মুসলিমপাড়া, থানা- কোতয়ালী, রংপুর -কে গ্রেপ্তার করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ গোমস্তা পাড়াস্থ কম্পিউটার পয়েন্ট প্রেসের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ গ্রাম গাঁজাসহ আসামি ইনজামুল হক রাব্বী (১৯), পিতা- মো. এনামুল হক খোকন, সাং- পাকপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, -কে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের থানাসমূহ মামলায় এবং গ্রেফতারি পরোয়ানাভূক্ত কোতোয়ালি থানায়-৭ জন, তাজহাট থানায়-২ জন, মহিগঞ্জ থানায়-১ জন এবং হারাগাছ থানায়-৩ জনসহ মোট-১৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) চেকপোস্ট সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৩ টি মামলা দায়ের করা হয়।