নানামুখি আয়োজনের মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষে রংপরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বিভাগীয় ইনোভেশন শোকেসিং। মঙ্গলবার সকালে রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি টি এম মুজাহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আবদুল লতিফ, ডিসি আসিব আহসান। পরে বিভাগীয় কমিশনার অন্যান্য অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, উন্নয়ন এবং উদ্ভাবনী সকল কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই ইনোভেশন শোকেসিং এর উদ্দেশ্য।
ইনোভেশন মেলায় ২৬ টি বিভিন্ন ধরনের স্টল আছে। প্রতিটি স্টলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের নানা দিক তুলে ধরার পাশাপাশি নতুন নতুন আইডিয়া আনা হয়েছে।