ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় আহত এক যুবক ৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যুবক উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম কলারণ গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে মোশররফ হাওলাদার (৪০)। গত এক সপ্তাহ আগে মোশাররফ হোসেন পিরোজপুর থেকে নিজের মটোরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু পাড়েরহাট-ইন্দুরকানী সড়কের উমেদপুর এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে সে মোটরসাইকেল টি একটি গাছের সাথে মেরে দেয়। এসময় মোশারফ মাথায় গুরুতর আঘাতপান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবশেষে সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মঙ্গলবার তার লাশ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসলে জানাজা শেষে পশ্চিম কলারণ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।