শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০ মাসব্যাপি সারাদেশে ভ্রাম্যমান বই মেলার অংশ হিসেবে আজ শ্রীমঙ্গলে ভ্রাম্যমান বইমেলার উদ্ধোধন হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় স্হানিয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দু'দিন ব্যাপী আয়োজিত শ্রাবন প্রকাশনীর এ গাড়ি বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার ও শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান প্রমুখ।
রবিন আহসান জানান, 'বঙ্গবন্ধুকে জানো দেশকে ভালবাসো-- এই স্লোগানকে সামনে রেখে শ্রাবণ প্রকাশনী ২০ মাসব্যাপী ভ্রাম্যমান বইমেলার আয়োজন করেছে। যা সারাদেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে শ্রাবণ প্রকাশনীর বইগাড়ি অবস্হান করবে।
এই বইমেলায় সহায়তা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রাম্যমান বইমেলার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কন্ঠ ও গাজী টিভি।
শ্রীমঙ্গলে দু'দিনব্যাপী এই ভ্রাম্যমান বইমেলার প্রথম দিন অর্থাৎ আজ মঙ্গলবার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর পর্যন্ত এবং এরপর ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ে অবস্হান করবে। আগামীকাল বুধবার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে জেলা পরিষদ প্রাঙ্গণে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ভ্রাম্যমান বইমেলা চলবে।