সোমবার রাত এগারটার দিকে সুন্দরবন সংলগ্ন মাদার নদী থেকে নবাব আলী গাজী (৬৫) নামের বনবিভাগের কৈখালী ষ্টেশন অফিসের নৌ-যান চালকের মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোষ্টগার্ড অফিসের সম্মুখস্থ পল্টুনে আটকে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। এসময় তার পরনে বনরক্ষীদের জন্য নির্ধারিত পোশাক থাকলেও গলায় মাফলার জড়ানোসহ মুখের বাম পাশে কাটা চিহ্ন ছিল।
উদ্ধার হওয়া নবাব আলী পুর্ব কৈখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশনে নৌ-যান চালকের কাজ করছিলেন। পাঁচ সন্তানের জনক নবাব আলীর দুই স্ত্রী থাকলেও তাদের মধ্যে ঝগড়া বিবাদের খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
নিহতের ছেলে কাছিকাটা টহলফাড়ির নৌ-যান চালক মোঃ রফিকুল ইসলাম ০১৭৫১১১০৩৮০ জানান রোববার রাত আটটার দিকে তার সাথে মুটোফোনে পিতার কথা হয়। পরবর্তীতে রাত নয়টার দিকে তিনি ষ্টেশন অফিস থেকে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত দশটার দিকে তার (নবাব আলী) মুটোফোনে কল দিয়ে কেউ তাকে ডাকায় বাড়ির পাশর্^স্থ কৈখালী ষ্টেশনে যাওয়ার কথা বলে নবাব আলী বেরিয়ে যান।
রফিকুল ইসলাম আরও জানায় মা খোদেজা বিবিকে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে যাওয়ায় বনের মধ্যে টহলে রয়েছেন ভেবে সারাদিন তারা পিতার খোঁজ খবর নেয়নি। কিন্তু বেলা দুইটার দিকে কৈখালী ষ্টেশন থেকে ডাকতে আসার পর তারা নবাব আলীকে খুঁজতে থাকেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, রাত সাড়ে আটটার দিকে কোষ্টগার্ডের সিসি সাহেব তাদের পল্টুনে একটি মৃতদেহ আটকে থাকতে দেখে তাকে ডেকে পাঠায়। এসময় তিনি কয়েকজনকে নিয়ে পল্টুনে আটকে গিয়ে উপুড় হয়ে ডুবে থাকা মৃতদেহ নবাব আলীর বলে নিশ্চিত হয়ে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করেন। ঐ জনপ্রতিনিধি আরও জানান উদ্ধার হওয়া মৃতদেহের মুখের পাশে ক্ষতের চিহ্ন দেখা গেছে।
কৈখালী ষ্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, রোববার রাত নয়টার দিকে বাড়িতে যাওয়ার পর সোমবার দুপুরে বনের মধ্যে টহলে যাওয়ার জন্য নবাব আলীকে ডাকা হলে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, পুলিশ মৃতদেহ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। আপাতত একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অদ্যাবধি কোন অভিযোগ না জানানো হলেও গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।