কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ের পূর্ব কুতুবপুর গ্রামে গত সোমবার দুপুরে (১৩ জানুয়ারী) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মগল মিয়ার নির্দেশে হাবিব মিয়া, আতিক মিয়া, মোশারফ মিয়া সহ ১০-১২ জন দেশীয় অ¯্র সজ্জিত হয়ে জমশেদ মিয়ার বাড়ির সামনের রাস্তায় অতর্কিত ভাবে হামলা চালালে মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন মো. আকাশ মিয়া (১৫) রাখিব মিয়া (১৪) আসাদ মিয়া(২৬) মোছাম্মত নীলা আক্তার (১৭), মিনাল মিয়া (২৯), ইশরাক মিয়া(৪০),বিল্লাল মিয়া(৩০) শান্তু মিয়া(৩৮) , বাবুল মিয়া (২২) আতর বানু (৪২) ও পপি আক্তার (২০)। এদের মধ্যে আকাশ মিয়া, রাকিব মিয়া কে বাজিতপুর সরকারি হাসপাতালে ও আসাদ মিয়া, তার ছোট বোন কলেজ পড়–য়া ছাত্রী নীলা আক্তার কে নিকলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে মগল মিয়ার লোকজন এখনো পর্যন্তু আহত ব্যক্তিদের হুমকি দিয়ে আসছে। এই ব্যাপারে জমশেদ মিয়া বাদী হয়ে মগল মিয়া, হাবিব মিয়া, আতিক মিয়া, মোশারফ মিয়া সহ অজ্ঞাত কয়েক জনের নামে গতকাল মঙ্গলবার বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি খলিলূর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন।