বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে অবস্থিত হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতানা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, যুব লীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহীম শেখ, মোজাহিদুল ইসলাম মিলন মাঝি, আব্দুর রব মল্লিক প্রমূখ। দুই দিন ব্যাপি এ অনুষ্ঠানে বুধবার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে।