লক্ষীপুরের রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার হোসেন খান বাবুলের ব্যাক্তিগত অর্থায়নে সোমবার দিনব্যাপী উপজেলার নোয়াগাও ইউনিয়নে সহ¯্রাধিক এতিম,অসহায়,দুস্থ্য ও ছিন্নমুল শীতার্ত পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগ নেতা মো. সোহেল রানার সভাপতিত্বে কেথুড়ি এতিমখান,আশারকোটা এতিমখানা,আশাপুরা এতিমখানা,বারঘরিয়া মাদ্রাসা,শিংবাইশ মাদ্রাসা,পশ্চিম উদনপাড়া মাদ্রাসা,শৈরশৈই মাদ্রাসা,,বিভিন্ন মসজিদের মোয়াজ্জেম ও সাউদেরখিল গ্রামবাসীর মাঝে কম্বল বিতরণ সময় উপস্থিত ছিলেন নোয়াগাও যুবলীগের সাবেক আহ্বায়ক মনির হোসেন,মোঃ লোকমান হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা মুসলিম ভুইয়া জুয়েল,মোঃ নিজাম ভ’ইয়া,মোঃ নুরু,আবুল কালাম,ডাঃ জাকির হোসেন,আমির হোসেন কাজী,আজাদ কাজি প্রমুখ।