কালিগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তফা গাজী ওরফে মোস্ত (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের মৃত মোরশেদ গাজীর ছেলে।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের মেয়ে ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তিন সন্তানের জনক মোস্তফা গাজী।
একপর্যায়ে গতবছরের ৬ নভেম্বর ওই স্কুলছাত্রীকে নিয়ে মোস্তফা গাজী উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্পের পাশে বেড়ীবাঁধে নিয়ে যায়। এসময় তিনি ওই ছাত্রীকে যৌন হয়রানি করাসহ আপত্তিকর ছবি উঠিয়ে নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে মোস্তফা গাজী বিবাহিত এবং তার সন্তান আছে জানতে পেরে ওই ছাত্রী মোস্তফা গাজীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা গাজী স্কুল ছাত্রীর সাথে উঠানো আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।
এঘটনায় স্কুল ছাত্রীর ভাই থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে উপ-পরিদর্শক অনুপ কুমার অভিযান চালিয়ে মোস্তফা গাজী আটক করে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।