পরিবার পরিকল্পনা মা ও শিশুর প্রজনন স্বাস্থ্য কর্মসূচি- সিবিডি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঝালকাঠিতে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের স্থানীয় ফকির বাড়ি মরহুম করিম সাহেবের বাড়ির প্রাঙ্গনে দেশ বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আংশ গ্রহনকারিদের শিশু ও মায়েদের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন অতিথিরা।
দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঝালকাঠি নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস এস মিজানুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. শামিম হোসেন, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান মোঃ খলিলুর রহমান ও আওয়ামী লীগ নেতা খসরু নোমান। অনুষ্ঠান শেষে সুবিধা ভোগীদের মধ্যে হেল্থ সামগ্রী বিতরণ করা হয়। দেশ বাংলা ফাউন্ডেশনের সহকারি পরিচালক শাহিমা সিকদার জুমা অনুষ্ঠান উপাস্থাপনা করেন।