স্বাভাবিক প্রসব সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে রংপুরের পীরগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল সোমবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম সচিব) মাহবুব আলম।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, বিএমএ রংপুরের সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন, ওজিএসবি’র সভাপতি প্রফেসর ডাঃ ফেরদোসী সুলতানা, সম্পাদক প্রফেসর ডাঃ আনিছা বেগম, এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের সাপোর্ট সার্ভিস এন্ড কো-অর্ডিনেশনের প্রেগ্রাম ম্যানেজার ডাঃ এবিএম সামছুদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, ডাঃ আজিজুন নাহার মুক্তা প্রমুখ। ডাঃ সিফাত সুলতানার পরিচালনায় কর্মশালায় পরিবার কল্যাণ সহকারি, পরিদর্শক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ও সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।