ইন্দুরকানী প্রেস ক্লাবের বাল্য বিবাহ ও মাদকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার রাতে ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি মো. আজাদ হোসেন বাচ্চু সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ,ইন্দুরকানী ওসি মো. হাবিবুর রহমান,পিআইও মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাংবাদিক মো. মনিরুজ্জামান খান, মো. শাহিদুল ইসলাম, ইকরামুল শিকদার ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্ধরা ।