বগুড়ায় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন আয়োজিত মাস ব্যাপি তাঁত, বস্ত্র, হস্ত কুঠির শিল্প মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে শহরের মোহাম্মাদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ মেলায় ফিতা কেটে পুনাক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার পতœী ও পুনাক সভানেত্রী রুমানা আশরাফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী মিসেস শিরিন সুলতানা, শুকলা রানী পাল, সাধারন সম্পাদক মুঞ্জুরী ইসলাম, সংগঠনের কোষাধ্যক্ষ রওশন আরা মুন্নি, সদর থানার অফিসার ইনচার্জ এর সহ ধর্মিনী নিতু সোনিয়া, কাহালু থানার অফিসার ইনচার্জ এর সহ ধর্মিনী সাবিহা ঝুমুর, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ এর সহ- ধর্মিনী নিলুফা ইয়াসমিন। এসময় সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ স্টলে হাতের তৈরিকৃত ঘর সুসজ্জিতকরনের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে।