নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চরহাজারী ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জসিম উদ্দিন (৪৫) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে মাদক আইনে সাজাপ্রাপ্ত আসামী নূর নবী বাহার (৪০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চরহাজারীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ডাকাত সদস্য জাসিমের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে। অপর আসামী নূর নবী বাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।