তালা উপজেলার পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও পিএসসি এবং জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা আদর্শ বহুমখী উচ্চবিদ্যালয় মাঠে রোববার বেলা ২টায় প্রতিবন্ধী, দুঃস্থ্য,অসহায় মানুষের মাঝে ২শ পিস কম্বল বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সরুলিয়া এবং কুমিরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে পিএসসি এবং জেএসসির মোট ৬৬জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৫শ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।
সমিতির সভাপতি মির আবুল কালাম আজাদ মিলনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম। তালা উপজেলা সমবায় অফিসের পরিদর্শক অজয় কুমার ঘোষ ও সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ রহমত আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা যতিশংকর রায়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল হাই, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।