কচুয়ায় নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে জোর করে ধর্ষন চেষ্টার ঘটনায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। আটক দুই বখাটে হলো কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের বেলায়েত সেখের ছেলে নাইম হাসান নিলয় ওরফে নাইম সেখ (১৯) ও পাশর্^বর্তি কলমি বুনিয়া গ্রামের হারুন সেখের ছেলে রাকিব (১৬)। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার রাতে ৩ জন কে আসামী করে কচুয়া থানায় একটি মামলা করেন। কচুয়া থানা পুলিশ দুইজন কে গ্রেফতার করে রবিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করলে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। মামলার বাদী মেয়েটির মাতা ও স্থানীয়রা জানান, মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয় দোনা গ্রামের ওই মেয়েটির পরিবার বর্তামানে কচুয়া উপজেলা শ্রীরামপুর বকুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকে। আর মেয়েটি গোয়াল মাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ে। স্কুলে যাওয়া –আসার পথে নাইম সেখ সহ তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে মেয়েটি উক্তাক্ত করত। এক পর্যায়ে গত শুক্রবার রাতে নাইমসহ ৩ বখাটে মেয়েটির বাসার কাছে ওৎ পেতে থাকে। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত আনুমানিক ১০.৩০মিনিটে মেয়েটি ঘরের বাইরে আসলেই ওই বখাটেরা মেয়েটিকে মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে ধর্ষন চেষ্টা করলে মেয়েটি জোরাজুরি করে ছুটে আসে এবং ঘটনা পরিবারকে জানায়। বিষয়টি মেয়েটির মা শনিবার কচুয়া থানায় এসে জানালে পুলিশ নাইম ও রাকিব কে আটক করে এবং পরে মেয়েটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ বখাটের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়। কচুয়া থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলা রেকর্ড করা হয়েছে এবং নাইম ও রাকিব কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামী এনামুল কে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা নং-০৩, তারিখ-১১-০১--২০।