গত ১১ জানুয়ারি, ২০২০ তারিখ আনুমানিক ২১৫০ ঘটিকার সময় সিপিসি-৩, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর লালবাগ থানাধীন জে এন সাহা রোড এলাকা থেকে ৪৩০ পিচ ইয়াবা, ০২ টি মোবাইল, এবং নগদ ২,৫৮০/-টাকাসহ ১) মো. রাকিবুল ইসলাম (৩০), ২) মো. স্বাধীন (১৯), নামে ০২ ব্যক্তিকে আটক করেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে লালবাগ থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।