বাংলাদেশে মধ্যপ্রাচ্যে’র অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চাই। কারন যুদ্ধ কোনো সমাধান নয়। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা দেখা দিলে তা আমাদের জন্য অসুবিধাজনক। স্থিতিশীলতা ও শান্তির পক্ষে বলেই আমরা সেখানে যাচ্ছি। এক্ষেত্রেও তাই করেছি। তাছাড়া আমরা জাতীয় অখণ্ডতায় বিশ্বাস করি। কিন্তু অন্য কেউ দখল করুক আমরা চাই না।’
রবিবার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবুধাবিতে এনভয় কনফারেন্সে’র ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমাদের অনেক স্বার্থ আছে। আমরা বিনিয়োগ বাড়াতে চাই, বাণিজ্য বাড়াতে চাই, দক্ষ লোক পাঠাতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। কিছু কিছু অসুবিধা হচ্ছে এবং আমাদের রাষ্ট্রদূতেরা সেটি তুলে ধরবেন। এছাড়াও ওই অনুষ্ঠানে মিশনের কার্যাবলি, কর্মপরিকল্পনা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, বাংলাদেশের ৫০তম স্বাধীনতাবার্ষিকী উদযাপন, অর্থনীতি, কূটনীতি, মধ্যপ্রাচ্য থেকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্যসহ অন্যান্য বিষয় বাধা-বিপত্তিগুলো উপস্থাপন করার সুযোগ পাবেন রাষ্ট্রদূতরা।’
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে তাদেরকে সজাগ থাকার পরামর্শ দিয়েছি। যাতে করে তারা যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে পারেন।’
সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক বিলিয়ন ডলারের একাধিক বিনিয়োগের প্রস্তাব পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘রিফাইনারি, জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাব আছে এবং প্রতিটি বিষয়ে কাজ চলছে। প্রক্রিয়াটি অত্যন্ত লম্বা এবং প্রধানমন্ত্রী গেলে পরে এটি ত্বরান্বিত হবে। আগামী বছর প্রধানমন্ত্রীকে ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্টের দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি নীতিগতভাবে সেটি গ্রহণ করেছেন।’
এদিকে ঢাকায় ক্লাইমেট এডাপ্টেশন সেন্টার তৈরি করতে হচ্ছে। খুব শিগগিরই আমরা অন্যদের অনেক ধরনের পদক্ষেপ জানাতে এবং অন্যদের পদক্ষেপ সম্পর্কে জানতে পারবো।