সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে। জানা গেছে গত শনিবার রাত ৮ টার দিকে সুন্দরবনের পাটকোষ্টা নিষিদ্ধ এলাকায় অভিযান চালিয়ে নৌকা,মাছ ও কাঁকড়া সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন মাহফুজ শেখ (৩৮) ফরহাদ হালদার (৩০) সিরাজুল সানা (৪০) ও আবু বাক্কার সানা (২১)। অভিযানকালে উপস্থিত ছিলেন রেঞ্জ সহযোগী শাহানশা নওশাদ, পাটকোষ্টা টহল ফাঁড়ির ওসি বারেক মোল্যা, ভ্রমরখালী টহল ফাঁড়ির ওসি ছানা রঞ্জন পাল, স্টাফ অসিম কুমার সহ বন বিভাগের ষ্টাফরা। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।