শ্যামনগরের চাঞ্চল্যকর কলেজছাত্রী মরিয়ম খাতুন (২০) গ্যাং রেফ হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি উঠেছে। নিহতের পরিবার মেয়ের উপর পাশবিক নির্যাতনের বিষয়ে মুখ না খুললেও প্রতিবেশীদের কেউ তার মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেছে। তবে স্থানীয় একাধিক সুত্রসহ পুলিশের বিশ^স্থ একটি সুত্রের বরাত দিয়ে জানা গেছে যে মরিয়মকে হত্যার আগে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। তবে বুধবার সন্ধ্যার পর নিখের্ঁাজ হওয়ার পর থেকে পরের দিন সারা বেলা সে কোথায় ছিল বা তাকে কোথায় রাখা হয়েছিল সে রহস্য এখনও অজানা সকলের কাছে।
এদিকে বিশ^স্থ একটি সূত্র জানিয়েছে মরিয়মের সাথে সুব্রত মন্ডলের বেশকিছু দিন পূর্বে হতে সম্পর্ক গড়ে ওঠে। এ পর্যায়ে দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হওয়ার পর বিষয়টি মরিয়মের পরিবার জানতে পারে। বিষয়টি নিয়ে একাধিকবার পরিবারের পক্ষ থেকে মরিয়মকে সতর্ক করার পরও মেয়েকে আটকাতে না পেরে কিছুদিন আগে মরিয়মের পিতা েিজর মেয়েসহ সুব্রতকে শাষন পর্যন্ত। তারপরও কোনোভাবেই সুব্রত মন্ডলের সাথে মরিয়মের যোগাযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছিল না।
অপর একটি সূত্র জানিয়েছে যে মরিয়ম ও সুব্রত একসাথে লেখাপড়া করায় ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু দুজন ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ার কারণে উভয় পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্কেল ব্যাপারে সম্মতি মিলছিল না।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে ঘনিষ্ঠতার কারণে সম্প্রতি মরিয়ম সন্তান সম্ভবা হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সুব্রত এবং মরিয়ম দুজনই বেশ চিন্তিত ছিল। নির্ভরযোগ্য ঐ সুত্রটির আরও দাবি যে মরিয়মের মৃতদেহ উদ্ধারের পর তার শরীরে এমন কিছু আলামত মিলেছে যা স্পষ্ট করে হত্যাকাণ্ডের পূর্বে তাকে একই ব্যক্তি একাধিকবার বা একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে।
উল্লেখ্য শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে ধান ক্ষেতের পাশে খড়ের গাদার উপর মরিয়মের মৃতদেহ পাওয়া যায়। এ সময় তার পরনে গেঞ্জি সোয়েটারসহ ফুল প্যান্ট থাকলেও তার গলায় একটি ওড়না দিয়ে গিট্টু দেওয়া ছিল। তার মৃতদেহের পাশে আরও দুটি ওড়না পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করে।
এর আগে গত বুধবার রাতের খাবার খাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেয়ার পর কথা বলে ঘর থেকে বাইরে যায়। দীর্ঘক্ষন পরেই মেয়ে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা প্রতিবেশীসহ পাশের বিলের মধ্যে যেয়েও মরিয়মকে তারা খোঁজাখুজির চেষ্টা করে। কিন্তু কোথাও কোনো সন্ধান না মেলায় পরের দিন মরিয়মের পিতা আবদুল কাদের শ্যামনগর থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। একপর্যায়ে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পাশের বল্লভপুর গ্রামে গিয়ে নিজের সন্তানের মৃতদেহ আবিস্কারের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এদিকে কয়েকটি সূত্র দাবি করেছে মরিয়ম প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার দিন রাতে খাওয়ার পর সে সুব্রতর মন্ডলের সাথে দেখা করার জন্য প্রকৃতির ডাকে সাড়া দেয়ার মিথ্যা তথ্য দিয়ে ঘর থেকে বাইরে যায়। কিন্তু পরে কে বা কারা মরিয়মের সাথে দেখা করে এবং কোথায় নিয়ে প্রায় তিরিশ ঘণ্টা লুকিয়ে বা আটকে রাখার পাশাপাশি ধর্ষণ শেষে হত্যা করে তা কেবল পুলিশের তদন্তের পরই স্পষ্ট হবে।
এদিকে শ্যামনগর থানা পুলিশের বক্তব্যে স্পষ্ট হয়েছে হত্যাকাণ্ডের মোটিভসহ দুস্কৃতিকারীদের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্সাকারী বাহিনী মোটামুটি স্পষ্ট। কিন্তু তারা আরও কিছু বিষয়ে স্পষ্ট হওয়ার পর এবং অকাট্য প্রমাণ নিয়েই গনমাধ্যমের সামনে মরিয়ম হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য সরবরাহ করবে।
এদিকে ঢাবি শিক্ষার্থী ধর্ষনের ঘটনার রেশ কাটতে না কাটতেই মরিয়মকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রত্যন্ত এ জনপদে নারীদের রাত বিরাতে চলাচল ঝুঁকিপুর্ন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশিষ্ট জনেরা।