কালিগঞ্জের ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এর ম্যানেজিং কমিটির অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন শনিবার (১১ জানুয়ারী) উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক প্রতিনিধি (পুরুষ) ও একজন নারী অভিভাবক প্রতিনিধি পদের জন্য দু’টি প্যানেল থেকে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে আলহাজ্জ্ব জিএম আবু হাসেমের প্যানেলের সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন যথাক্রমে জিএম সুন্নত আলী (মই প্রতীক) ৩২৯ ভোট, শাহাজান আলম সাজু (আনারস) ২৯০ ভোট, জিএম আব্দুল কাদের টোকন (মাছ) ২৮৬ ভোট, নওশের আলী (কলস) ২৭৮ ভোট এবং মোছাঃ রুবিয়া খাতুন (আম) ৩৩৬ ভোট। অপরদিকে বর্তমান সভাপতি ও রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন সমর্থিত প্যানেলের প্রার্থী মাস্টার শেখ আখতার হোসেন (তালা) ২১৫ ভোট, জিএম সিদ্দিকুর রহমান (চেয়ার) ২০৭ ভোট, মাহরুফ হোসেন (মোরগ) ১৯৬ ভোট, গাজী আব্দুস সবুর (ছাতা) ১৭৬ ভোট এবং মোছাঃ নাসিমা খাতুন (ফুল প্রতীক) পেয়েছেন ২৩৬ ভোট। সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৮৬৮ জন অভিভাবকের মধ্যে ৬১৯ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন। একই সময়ে অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী হয়েছেন অচিন্ত কুমার মন্ডল ও মোস্তাফিজুর রহমান বকুল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নাদিরা বেগম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।