রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অস্ত্র গুলি ও ইয়াবাসহ দুই জন কুক্ষাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে রংপুর তাজহাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজি মুত্তাকী ইবনু মিনান।
তিনি জানান, ১০ জানুয়ারি রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট (গলাকাটা মোড়) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী,খুনের মামলাসহ একাধিক মামলার আসামি তাজহাট গলাকাটা মোড় এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে মো. শাহারুল ইসলাম (৪২) এবং একই স্থান থেকে আদর্শপাড়া গ্রামের মো. আলী আহমেদ এর ছেলে মো. কাওসার আহম্মেদ ওরফে বাবু (৪০) কে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মো. শাহারুল ইসলাম স্বীকার করে যে, তার কাছে একটি পিস্তল রয়েছে। তার দেওয়া তথ্য মতে তার বসতঘরের গোপন জায়গা হতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় মাদক ব্যাবসায়ী ও খুনের মামলার আসামি মো. শাহারুল ইসলাম এর বিরুদ্ধে ৯ টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মাদক মামলা করা হয়েছে। আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান ।