আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট চাওয়া বাদে সব করতে পারবেন। আমাদেরকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ঘরোয়াভাবে মিটিং করতে পারবো। কিন্তু আমরা এমপিরা পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন সংক্রান্ত কোনো ক্যাম্পেইন করতে পারবো না। সেটা আমরা মেনে নিয়েছি। তারা অনুরোধ করেছে এমপিরা যেন ভোট না চায়, আমরা ভোট চাইবো না। এর বাইরে সব করবো। নির্বাচন কমিশন এটা ক্লিয়ার করেছে।’
শনিবার (১১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সম্মেলন কক্ষে ইসির সঙ্গে বৈঠক হয়। বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল।
তোফায়েল বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। যেহেতু আমরা ক্ষমতাসীন দল তাই আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আচরণবিধির ২২ নম্বরে বলা আছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনি প্রচার ও সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিধি-নিষেধ। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আছেন প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। এই বিষয়টি আমরা তুলে ধরেছি এবং তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদ সদস্যরা কিন্তু সুবিধাভোগী নয়। এদিকে মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর তারা সবাই কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা (ইসি) স্বীকার করেছেন আসলে সংজ্ঞার মধ্যে স্ববিরোধিতা রয়েছে। কিন্তু আমাদের কিছু করার নেই। এখন যদি কিছু করি সরকারের জন্য মানুষের চোখে ভালো হবে না। আমাদের (ইসি)’র চোখেও এটি ভালো হবে না। তবে কারও নামে ওয়ারেন্ট থাকলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে, এতে তাদের কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যে অপপ্রচার চলছে, তা বন্ধের উদ্যোগ নেবে।’
এ সময় ইভিএম সম্পর্কে তোফায়েল বলেন, ‘আমরা বলেছি এটি সম্পূর্ণ আপনাদের (ইসি) এখতিয়ার। এটা করলেও আমাদের আপত্তি নেই, না করলেও নেই।’