সিরাজদিখান উপজেলার বালুচর বাজার সংলগ্ন ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ষোল বছরের এক যুবতী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোল্লাকান্দী গ্রামে মৃত আলতাফ মুন্সীর মেয়ে বর্ষা আক্তার বালুচর বাজারে বেলায়েত মুন্সির ভাড়া বাসার টিন কাঠের ঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়।
বর্ষার মা কল্পনা বেগম জানান, তার মেয়ের গত বছর বিয়ে দেওয়ায় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বয়স কম থাকায় পুলিশ এসে বাঁধা দেওয়ায় আর বিয়ে দেওয়া হয় নাই। এরপর অষ্টম শ্রেণিতে আবার পড়াশোনা শুরু করে। গত ৬ মাস ধরে লেখাপড়া বন্ধ হয়ে যায় মানষিক সমস্যা দেখা দেওয়ায়। কবিরাজ দেখানো হয়। তবে ডাক্তার দেখানো হয় নাই। বাড়িতে ভিক্ষুক আসলে মারধর করতে চেষ্টা করত বর্ষা। কিন্তু আজ এমন কাজ করে ফেলবে ধারণা ছিলো না।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানষিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে। তবে লাশ ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে ।