মুন্সীগঞ্জে গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১১ জানু) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চর বাউশিয়া বালুর মাঠ সংলগ্ন ড্রাগন ফলের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।