সারাদেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার ১টি পৌরসভা ও ১০ ইউনিয়নে ৩৭ হাজারের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের মুখে তুলে দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজিউল করিমসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজিউল করিম জানান, উপজেলার ২৪১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩৭ হাজারের অধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।