শ্যামনগরের বাদঘাটা গ্রামের কলেজছাত্রী মরিয়ম খাতুনের (২০) হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে এক এনজিও কর্মীসহ তিনজনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার ভোর রাতে শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে সন্দেহমুলকভাবে আটক করা হয়।
আটককৃতরা নিহত মরিয়ম খাতুনদের পাশের কাঁচড়াহাটি গ্রামের ওয়ার্ল্ড ভিশন নামীয় এনজিও কর্মী সুব্রত মণ্ডল (২২) ও তার পিতা পরিমল মণ্ডল এবং মাতা অষ্টমী মন্ডল।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার সোয়ালিয়া দেবীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মো. শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করলেও হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা না পেয়ে শনিবার সকালে তাকে ছেড়ে দেয়।
এদিকে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নকিপুর বাজার সংলগ্ন যমুনা নদীতে আগের দিন উদ্ধার হওয়া নিহত মরিয়ম খাতুনের মোবাইল ফোনের খোঁজে তল্লাশি চালায় পুলিশ ।
এর আগে নিহতের পিতা শুক্রবার মেয়ের মৃতদেহ উদ্ধারের পরপরই প্রতিবেশীদের কেউ তার মেয়েকে হত্যা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন।
তবে বিশ^স্থ একটি সূত্র জানিয়েছে পুর্ব পরিচয়ের সূত্র ধরে সুব্রত মন্ডলের সাথে মরিয়মের গভীর সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে সুব্রত মণ্ডল ও তার সহযোগীরা হয়তবা মরিয়মকে ডেকে নিয়ে ঐ রাত এবং পরের দিন কোথাও আটকে রাখার পর শুক্রবার রাতে তাকে হত্যা করে। সুত্রটির দাবি ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মরিয়ম একপর্যায়ে সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন বলেও তাদের কানে এসেছে।
এবিষয়ে শ্যামনগর থানার ওসি আলহাজ¦ মো. নাজমুল হুদা বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার নাগাদ সবকিছু স্পষ্ট করে বলা যাবে। তবে কাউকে আটক বা গ্রেফতারের বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
উল্লেখ্য শুক্রবার সকালে শ্যামনগর উপজেলা সদরের বল্লভপুর গ্রামের ধান ক্ষেতের খড়ে গাদার উপর গলায় ওড়না দিয়ে গিট্টু দেওয়া অবস্থায় মরিয়মের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার পিতা বাদঘাটা গ্রামের আবদুল কাদের নকিপুর বাজারে পান বিক্রেতা হিসেবে কাজ করতো। দুই বোনের মধ্যে ছোট মরিয়ম শ্যামনগর সরকারি মহসীণ কলেজের ছাত্রী ছিল।