অর্থ মন্ত্রাণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ও কয়রা উপজেলা প্রশাসনের সমন্বয় ও সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিক উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শেষে“ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক জনসচেতনতামুলক আলোচনা সভা ১১ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনতায়নে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেস কুমার সানা,সহকারী কমিশনার (ভুমি) মো. নুর-ই আলম সিদ্দিকী,কয়রা থানা ওসি মো. রবিউল হোসেন। উপজেলা রিসোর্স সেন্টারের ইনেসটেক্টর নাজমুল হুদার সঞ্চালনায় এতে বক্তব্য আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএস মিজান মাহমুদ,প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ কাজি মুস্তাহিন বিল্লাহ,অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু,শিক্ষার্থী মিনার জাহান কুইন প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।