সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্যাহ আল বাহারামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া উদ্ধার করা হয়েছে। অতপর উদ্ধারকৃত কাঁকড়া স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়িয়া নদীতে অবমুক্তি করা হয়। জানা গেছে গতকাল শনিবার দিন ব্যাপী কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন শাকবাড়িয়া, কাটকাটা, হরিহরপুর, জোড়শিং,আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে এ সকল কাঁকড়া উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশনের সহযোগী স্টেশন কর্মকর্তা আঃ হাকিম, সিএমসির কেশিয়ার মো. রিয়াছাদ আলী, শাকবাড়িয়া টহল ফাঁড়ির ওসি শাহিনুজ্জামান স্টাফ মনিরুজ্জামান, বদরুল আলম,মনি, মোস্তফা, আহসান হাবিব প্রমুখ।