প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবুধাবি সফরে সঙ্গী হওয়ার কারণে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য রাইসিনা ডায়ালগে অংশ নিতে পারছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ প্রধানমন্ত্রীর সঙ্গে আবুধাবি যাওয়ার কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নয়াদিল্লি যেতে পারছেন না। কিন্তু রাইসিনা ডায়ালগে যাওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’ অনুষ্ঠানের আয়োজকদের ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায, আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি আবুধাবি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে এনভয় কনফারেন্স করবেন। গত ১২ ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত সফর বাতিল করেন। এর এক সপ্তাহ পরেই দুই দেশের নদী কমিশনের বৈঠক বাতিল হয়।