নওগাঁর পতœীতলায় মাসব্যাপী প্রথম ‘ ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২০’ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপরেশন (বিসিক) নওগাঁ, এর আয়োজনে বিসিক আঞ্চলিক পরিচালক রাজশাহী আবুল হায়াত মো. রফিক এর সভাপতিত্বে শনিবার (১১ জানূয়ারী ) সকাল ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ( পাবলিক মাঠ ) মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার ,নির্বাহী অফিসার মো. লিটন সরকার ,থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ. খালেক চৌধুরী ,পৌর আ.লীগ সভাপতি ও নজিপুর বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু , ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা , জেলা আ.লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মো. আমিনুল হক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান , পৌর আ.লীগের সাধারন সম্পাদক মিলটন উদ্দীন উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক আরাফাত হোসেন , মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্না ঝরনা , বণিক কমিটির সাধারণ সম্পাদক এ জেড মিজান , বিসিক নওগাঁ এর ডেপুটি ম্যানেজার মো. শামীম হোসাইন , প্রমুখ ,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্প নগরী অফিসার আনোয়ারুল আজিম ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন প্যাভিলয়ন ও স্টল পরিদর্শন করেন এবং ব্যবাসয়ীদের সাথে মত বিনিময় করেন।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ টি স্টল, মেলায় হস্তশিল্প, কুটির শিল্প, তাঁত ও বাটিক শিল্প সামগ্রী পাটজাত দ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বিপুল সমাহার থাকছে এ মেলায় । শিশুদের বিনোদনের জন্য রয়েছে ওয়াটার রাইড, নাগর দোলা ইত্যাদি। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। শিশুদের প্রবেশ ফ্রি। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে।