কুড়িগ্রামের নাগেশ্বরীতে হিরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সাহাটারী গ্রামের মৃত ইয়াছিন আলী শেখের ছেলে আব্দুর রশিদ ও তার স্ত্রী কুলছুম বেগম। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানা পুলিশ আটকদের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজনই পালাতে চেস্টা করে। এ সময় তাদের আটক করে আব্দুর রশিদের লুঙ্গির পিছনের কোচায় প্লাস্টিকে মোড়ানো একটি পোটলা ও শার্টের বুক পটেকে এক পোটলা মোট ৬৫ গ্রাম হিরোইন পাওয়া যায়। তাদের নামে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর জানান, আটকদের নামে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।