সিরাজদিখানে শনিবার দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলার লিচুতলা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা মোড়ে গিয়ে ফিরে এসে শেষ হয়। এরপর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আহমেদ সাব্বির সাজ্জাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহামিনা আক্তার তুহীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শিশুদে বিভিন্ন ইভেন্টে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাতে আতশ বাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।