বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষ ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এ কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর স্থির চিত্র প্রদর্শন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না,ওসি (তদন্ত মোঃ ইকরাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, শেখ বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ও বিভিন্ন শ্রেণি পেশার সাধারন জনগণ। এ ছাড়াও উপজেলায় জাতির জনকের জীবনের বিভিন্ন কর্মকান্ডের স্থির চিত্র প্রদর্শন করা হয়।