শতাব্দীর শ্রেষ্ঠ মানব বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে ‘মুজিব বর্ষ’। গতকাল ১০ জানুয়ারী থেকে দীর্ঘ প্রতীক্ষিত বহু আকাংখার ‘মুজিব বষর্’র ক্ষন গননার কার্যক্রমও শুরু হয়।
ক্ষনজম্মা এমন পুরুষকে ঘিরে আয়োজিত ‘মুজিব বর্ষ’ শুরু হওয়ার ক্ষন গননার মধ্যেই ১১ জানুয়ারী অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালী ও আলোচনা সভা।
তবে বহুল প্রত্যাশিত ‘মুজিব বর্ষ’ পালনের পুর্ব মুহুর্তে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালীতে অংশগ্রহনকারীদের জন্য বরাদ্দ দেয়া ‘টি’-শার্টের দুরাবস্থা সকলকে রীতিমত বিক্ষুব্ধ করেছে।
বাঙালী জাতির পিতার জম্ম শত বার্ষিকী পালনের জন্য গোটা জাতির প্রস্তুতির মধ্যে অনুষ্ঠিত তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালীতে সরবরাহ করা হয়েছে ছেঁড়া ও ফাটা ‘টি’-শার্ট।
জানা গেছে ‘ওয়ান মোর জিরো কমিউনিটি লিমিটেড’ নামীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জম্ম শত বার্ষিকী পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছেন। ঢাকাস্থ প্রগতি স্বরনীর প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালীর জন্য ‘টি’-শার্ট সরবরাহেরও দায়িত্বে ছিলেন।
এমন একটি বৃহৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জোড়াতালি দেয়া আর পৃথক সেলাইযুক্ত ‘টি’-শার্ট সরবরাহের ঘটনা প্রশাসনসহ স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনার জম্ম দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলায় মোট ১৭০ টি ‘টি’-শার্ট পাঠানো হলেও তার মধ্যে ৭৫টি ছেঁড়া, ফাটা ও সেলাইযুক্ত।
এবিষয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম রাজু মুটোফোনে প্রতিবেদককে জানান, সরবরাহকৃত সব ‘টি’-শার্ট নুতন করে প্রোডাকশন করা। ছেঁড়া ফাটা হওয়ার কথা না- জানিয়ে তিনি আরও বলেন হয়তবা দুই একটার ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, যদি তেমন কোন অভিযোগ থাকে সংশ্লিষ্ট ইউএনও এর তরফ থেকে তাদেরকে অবহিত করার তথা। কিন্তু শ্যামনগরের ইউএনও তাদেরকে কোন অভিযোগ করেনি বলেও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ঐ কর্মকর্তা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালীর জন্য বরাদ্দ পাওয়া ‘টি’-শার্টের এমন দুরাবস্থার তথ্য তিনি মৌখিকভাবে অর্থ মন্ত্রনালয়ের অর্থ সম্পর্ক বিভাগকে জানিয়েছেন। দ্রুতই তিনি বিষয়টি লিখিতভাবেও সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন।