জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে শ্যামনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌছায়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদব এসএম আতাউল হক দোলন প্রধান অতিরি বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও স্পেশাল পিপি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতিএ্্যাডঃ জহুরুল হায়দার বাবু, প্রেসক্লাব সভাপতি আলহাজ¦ আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ জামান প্রমুখ।