রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ইউনুস-উর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে আড়ানী ডিগ্রি কলেজের পেছনের হালদারপাড়ার নিজ বাড়িতে বয়সেরভারে অসুস্থ হয়ে ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্ত্রী, ২ মেয়ে, আতœীয় স্বজন ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোকাদ্দেস হোসেন বুলবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বিএনপি নেতা বজলুর রহমান, জাহাঙ্গীর হোসেন সাইফুল ইসলাম, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, আড়ানী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমজাদ হোসেন, বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহাবুল আলম, আড়ানী পৌর জাতীয় পার্টির নেতা সিদ্দিক মোল্লা, আবদুল মালেক, আবদুর রশিদ, আকরাম হোসেন, নওশাদ আলী, এম আমান প্রমুখ। নূরনবী আড়ানী পৌর বাজারের মরহুম গজনবীর ছেলে।