আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে বিমান বাহিনীতে চাকুরী দেওয়ার নাম করে সাড়ে ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা জজকোর্টে মামলা (নং ৩১৬/১৯) রুজু করা হয়েছে।
মামলার আরজি ও প্রতারিতরা জানান, দরগাহপুর গ্রামের আলহাজ¦ জোহর আলির পুত্র স্কুল শিক্ষক জি এম আঃ আজিজ বিমান বাহিনীতে চাকুরী পাইয়ে দেওয়ার অঙ্গীকার করে একই গ্রামের ইউসুফ আলী গাজীর পুত্র আনিছুরদের নিকট থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা দিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা গ্রহন করেন। চাকরী দিতে না পারায় তার কাছে টাকা ফেরৎ পেতে চাপ দিতে থাকলে প্রতারক আঃ আজিজ টালবাহনা শুরু করেন। প্রতারিতরা বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলির দপ্তরে অভিযোগ করলে ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যে টাকা ফেরৎ দেবে বলে আঃ আজিজ অঙ্গীকার করেন। কিন্তু টাকা না দেওয়ায় তারা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত চেয়ারম্যান দরগাহপুর ইউপিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দানের দায়িত্ব অর্পন করেছেন। প্রতারক আজিজ টাকা দেবনা, পারলে মামলা করেছিস টাকা আদায় করে নিস বলে আস্ফালন করে চলেছেন বলে তারা জানান। সাথে সাথে নানা হুমকী ধামকী দিয়ে চলেছেন বলে অভিযোগ করেছের প্রতারনার শিকার পরিবারটি। অভাবী প্রতারিতরা অন্যের কাছ থেকে ধারে টাকা নিয়ে পরিশোধ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।