আশাশুনি উপজেলার বুধহাটায় সোনালী ব্যাংকের গেটে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করে টাকা ছিনতাই কালে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এব্যাপারে থানায় মামলা (নং ০৮ তাং ৯/১/২০২০) রুজু করা হয়েছে।
বুধহাটা বাজারের মেসার্স গাজী এ্যান্ড জামিলা এন্টারপ্রাইজ এর মালিক বিসিআইসি সার ডিলার আলহাজ¦ আঃ মাজেদ এর কাছে দীর্ঘদিন ধরে বুধহাটা গ্রামের মৃত শেখ শামসুর রহমানের পুত্র হাবিবুর রহমান ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দোকানে ক্যাশে বসে থাকাকালীন হাবিবুর দোকানে গিয়ে চাঁদার টাকা দাবী করে। লোকজন উপস্থিত হলে সে খুনজখমের হুমকী ধামকী দিতে দিতে কেটে পড়ে। গত ৯ জানুয়ারি বেলা ৩ টার দিকে ব্যবসায়ী আঃ মাজেদ মালামাল বিক্রীত ৪ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের গেটের মুখে আসা মাত্রই হাবিবুর তার গতিরোধ করে চাঁদার টাকা দিসনে কেন? জিজ্ঞেস করে তার কাছে থাকা মাফলার ব্যবসায়ীর গলায় পেচিয়ে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে, পাঞ্জাবী ছিড়ে ফেলে এবং মুখের দাড়ি টেনে ছিড়ে দিয়ে জামার পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। দাবীকৃত টাকা ১০ দিনের মধ্যে দিতে হবে, না দিলে বাজারে ব্যবসা করতে দেবেনা বলে হুমকী দিতে থাকে। স্থানীয় লোকজন তাকে আটকে গণপিটুনি শেষে ঘটনাস্থানে পুলিশ পৌছলে পুলিশে সোপর্ধ করেন। ছিনতাইকারীকে শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।