বগুড়ার কাহালুতে কাঠ মিস্ত্রি আলম মন্ডল (২৫) হত্যার রহস্য উদ্ঘাটনের করেছে পুলিশ । একই সাথে হত্যাকান্ডে জড়িত ২ খুনিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে কাহালুর জাঙ্গালপাড়া গ্রামের সৈয়দ আফলাকুর রহমান পিন্টুর ছেলে সৈয়দ সিহাব আহম্মেদ সম্রাট (২৫) ও মাগুড়া মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে আল-আমিন ওরফে আকাশ (২৬)।গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযানে তাদের গ্রেপ্তার করে।
ঘটনায় প্রকাশ গত ২ জানুয়ারি রাতে গ্রেফতারকৃতরা কাঠ মিস্ত্রী আলম মন্ডল ও বিপ্লব সরদার নামের ২যুবককে অপহরনের মুক্তিপণ দাবি করে। অপহরণ করে প্রত্যেকের পরিবারের কাছে থেকে ১৩ হাজার করে ২৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা দিতে দেরী হওয়ায় মুক্তিপণ আদায়ের আগেই কাঠ মিস্ত্রি আলম মণ্ডলকে হত্যা করে আসামিরা। এসময় বিপ্লব সরদারকে ছুরিকাঘাত করে তারা। পরদিন ৩ জানুয়ারি আলম মন্ডলের লাশ উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে কাহালু থানার ইন্সপেক্টর (ওসি সার্বিক) জিয়া লতিফুল ইসলাম এক প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় বলে জানানো হয়।
গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, গত ২ জানুয়ারি রাতে তারা কাহালুর বার মাইল- নামুজা সড়কে কালাই ঘোনপাড়া কাঁচা রাস্তা সংলগ্ন একটি শ্যালো মেশিন ঘরে অবস্থান নেয়। এসময় ওই রাস্তা দিয়ে আলম মন্ডল ও বিপ্লব সরদার হেঁটে বাড়ি ফিরছিলেন। গ্রেফতারকৃত আসামিরা আলম ও বিপ্লবকে ছুরি দেখিয়ে অপহরন করে । এসময় তারা দু’জনকে তুলে নিয়ে সন্তুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলুক্ষেত সংলগ্ন বাগানে নিয়ে যায়।
সেখানে তাদেরকে আটকে রেখে আলমের মোবাইল ফোন দিয়ে দুজনের বাড়িতেই ফোন করে মুক্তিপণ দাবি করে। তাদের পরিবার থেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। এরপর বিপ্লবের হাতে ছুরিকাঘাত করা হয়। ঘণ্টাখানেক পড়ে উভয়ের পরিবার থেকে টাকা দিতে রাজি হলে দুপচাঁচিয়া এলাকায় অমিত বসাকের দোকান থেকে বিকাশ নম্বরের মাধ্যমে ১৩ হাজার টাকা গ্রহণ করে তারা।
এদিকে, টাকা পাওয়ার পর দেখতে পায় আলম মণ্ডল মারা গেছেন। তখন তার মরদেহ আলু ক্ষেতে ফেলে দেওয়া হয় এবং বিপ্লবকে ছেড়ে দেয়। পরে তারা নাগর নদের পাড়ে এসে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি তাদের আরেক সহযোগী গোলজারের বাড়িতে রেখে পালিয়ে যায়।
ওই দিনই নিহতের বাবা শিবগঞ্জ থানার নলডুবি গ্রামের লালচাঁন মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। ঘটনার পর মাত্র এক সপ্তাহর ব্যবধানে কাহালু পুলিশ অপররাধিদের গ্রেপ্তারের মাধ্যমে এ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সফল হল।