জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে তালা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস কার্য্যালয়ে সন্ধ্যায় আলোচনা সভা তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ মোস্তাক আলী। বিশেষ আতিথির বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জিকু,জেলা মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.শেখ আব্দুস সামাদ,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান,তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন মিন্টু ও আসাদুজ্জামান মিন্টু,ইউপি সদস্য ইয়াছিন আলী প্রমুখ।