জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও ক্ষণগণনা শুরু করা হয়েছে। উজেলা পরিষদ চত্বরে ক্ষণগণনার যন্ত্র স্থাপন করা হয়েছে। ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় গণজমায়েতের। টাঙানো হয় বড় পর্দা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,থানার ওসি সেখ নাসীর উদ্দিন,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুয়াইবুর রহমানসহ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আজ শনিবার (১১ জানুয়ারি) সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরেও “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানমালায় রয়েছে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা। এরপর থাকবে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী,বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন-শীর্ষক আলোচনা সভা,বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,ঢাকায় আয়োজিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটালাইটের মাধ্যমে এলইডি পর্দায় সরাসরি প্রদর্শন ও রাত ৯টায় বালুচর খেলার মাঠে আতশবাজি প্রদর্শন।