জামালপুরের সরিষাবাড়ীতে খাজনার টাকা কম দেওয়ায় নুরুল ইসলাম (৬৫) নামে এক সবজি বিক্রেতাকে কিল-ঘুষি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাট ইজারাদারের বিরুদ্ধে। শুক্রবার সাড়ে এগারটার দিকে উপজেলার ভাটারা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যাকারী ইজারাদার বেলাল ও লাভলু ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত সবজি বিক্রেতা জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রাামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া করছিল। তবে ঘটনাটি প্রভাবশালী বাজার ইজারাদারের পক্ষে বিষয়টি ধামাচাপা দিতে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে চালানোর অপচেষ্টা চলছে।
এলাকাবাসীরা জানায়, মল্লিকপুর গ্রাামের নুরুল ইসলাম সকালে ভাটারা বাজারে সবজি বিক্রি করতে যান। এ সময় ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের আব্দুল কাদের জিলানীর ছেলে বাজারের ইজারাদার বেলাল ও লাভলু তার কাছে খাজনা চায়। তিনি ইজারাদারদের ১০ টাকা বের করে দেন। টাকা কম হয়েছে-বলে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ইজারাদার দুইভাই মিলে নুরুল ইসলামকে এলোপাথারী কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসীর অভিযোগ ইজারাদাররা প্রভাবশালী হওয়ায় হত্যার ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহেরুল ইসলাম বলেন, ‘হত্যাকান্ডের খবর পেয়েছি, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশের সুরতহাল রিপোর্টের পর বিস্তারিত জানাা যাবে।’