জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে আনন্দ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল আড়াইটায় এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে বিকাল ৫ টায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার সবশেষে সেখানে মুজিববর্ষের ক্ষনগণনা এর উদ্বোধন করেন। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।