সদর দপ্তর রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার বিকেলে রংপুর সেনানিবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম এনডিইউ, এফডব্লিউসি, পিএসসি, জি। অনুষ্ঠানে স্বাধীনতা তথা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত ভিডিও প্রদর্শনসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সেনানিবাসের জ্যেষ্ঠ অফিসারসহ অন্যন্য অফিসার, জেসিও, অন্যন্য পদবীর সেনাসদস্য ও সেনানিয়ন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সকল স্তরের নবীন ও প্রবীণদের নবউদ্দ্যেমের সূচনা ও ভাবধারা সৃষ্টি করে।