পাবনা বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বাষিকীর ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান ফটকে ক্ষণগণনা কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ক্ষণগণনার জাতীয় কর্মসুচি বড় পর্দায় প্রদর্শন ও অডিটোরিয়াম রুমে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮, পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যড. শামসুল হক টুকু, এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, চেয়ারম্যান উপজেলা পরিষদ, শেখ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বেড়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সকল স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।