সিরাজদিখানে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঔষধ ব্যবসায়ী সেলিমের মাথা ফেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে। হামলা, টাকা লুট ও দোকানের মালামাল ভাংচুর করেছে সাবেক ইউপি সদস্য মালন কাজীর বখাটে ছেলে মৃদুল আহাম্মদ কাজীসহ ৮/১০ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোড এলাকায় সেবা ফার্মেসীতে। এ ব্যাপারে বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজদিখান থানায় আহতের ছোট ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, দীর্ঘ ৬ মাস ধরে ফার্মেসীর সামনে বসে নানা ধরনের বাজে মন্তব্য করে এবং ক্রেতাদের নানা প্রকার বাজে কথা বলে। বৃহস্পতিবার সেলিম প্রতিবাদ করলে। তার দোকানে প্রবেশ করে মৃদুল সহ ৮/১০ বখাটে। এলাপাথারী মারধর করে মাধা ফাটিয়ে দেয়। দোকানে থাকা ২৭ হাজার ৫ শত টাকা লুট এবং দোকানের ঔষধ পত্র ভাংচুর করে বেশ ক্ষতি সাধন করে। পাশের দোকানদার ও পথচারিরা আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে তার ছোট ভাই খবর পেয়ে ঢাকা থেকে এসে থানায় অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, মৃদুল বেয়াদব, বখাটে ও নেশাখোর। গত কয়েকমাস আগে মেয়ে অপহরণ মামলায় জেল খেটেছে। এক মাস আগেও মালখানগর চৌরাস্তায় একটি সমিতির পরিত্যাক্ত ঘর দখলের চেষ্টা করেছে। এখন আবার মালখানগর গ্রামের মৃত এছহাক মিয়ার ছেলেকে মারধর করে টাকা ছিনতাই করল। ওর কি বিচার এলাকার কেউ করতে পারবে না।
সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আসামীকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।